প্রকাশিত: Thu, Jul 13, 2023 9:26 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

[১]মণিপুর সহিংসতাকে নিন্দা জানিয়ে ইইউ পার্লামেন্টের জরুরি বৈঠক, মোদির লবিস্ট নিয়োগ

মোস্তাফিজুর রহমান: [২] ভারতের মনিপুর রাজ্যে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে ফ্রান্সের স্ট্রাসবার্গে জরুরি বৈঠক ডেকেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। রোববার স্থানীয় সময় বিকাল থেকে ‘মানবাধিকার লঙ্ঘন , গণতন্ত্র এবং আইনের শাসন’ শীর্ষক এই বৈঠক শুরু হয়েছে। ইন্ডিয়া টুডে, দ্য ওয়্যার

[৩] একদিকে মোদি যখন বিদেশ সফরে থাকেন, অন্যদিকে তার দেশে মানবাধিকার এবং গণতন্ত্রের লঙ্ঘন চলে। এবারও সেই শঙ্কা ও পরিস্থিতিতে এই জরুরি বৈঠকটি ইউরোপের শীর্ষ পার্লামেন্ট। 

[৪] দীর্ঘ দুইমাস ব্যপী চলমান সহিংসতা এবং এই সহিংসতায় মোদি সরকারের ভুমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডান, বাম, খ্রিস্টান ও আঞ্চলিক দলসহ ছয়টি সংসদীয় দল। তাদের সুপারিশেই আয়োজন করা হয়েছে এই বৈঠকের।

[৫] তারা ভারতীয় জনতা পার্টি(বিজেপি) এর নেতাদের জাতীয়তাবাদী বক্তব্যের সমালোচনা করেছেন। তবে বিশেষ করে তারা মোদির নেতৃত্বে গণতন্ত্রের পিছিয়ে পড়ার সমালোচনা করেন। 

[৬] এদিকে মোদি প্রশাসন এই সমস্যার মোকাবিলা করতে ইউরোপের শীর্ষ লবিস্ট ফার্ম অ্যালবার অ্যান্ড জিজার কে নিয়োগ দিয়েছে।

[৭] তারা ইইউকে পার্লামেন্টকে চিঠি লিখে বলেন, ‘মণিপুরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এই ধরনের কঠোর রেজ্যুলেশনের আগে ইইউ পার্লামেন্ট ও ভারতের মধ্যে আলোচনা করা উচিত।’

৮] ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, ‘এই বিষয়টি পুরোপুরিই ভারতের অভ্যন্তরীন এবং আমরা এটি ইউরোপিয়ান পার্লামেন্টকেও জানিয়েছি।’ সম্পাদনা: রাশিদ